শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, নিখোঁজদের সন্ধান চলছে
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চ এম এল আফসারউদ্দিনকে মধ্যনদী থেকে উদ্ধার করেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে লঞ্চটিকে টেনে পশ্চিম তীরে নিয়ে যায় জাহাজটি। এ সময় লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি।
এর আগে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় মাওয়া ঘাট থেকে ছেড়ে রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ ছাড়া সারা রাত ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিদল ও কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে।
গতকাল রোববার দুপুরে এম এল আফসারউদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে কয়লারঘাট এলাকায় কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ ছোট লঞ্চটিকে ধাক্কা দেয়।
এ সময় অনেক যাত্রী সাঁতরে প্রাণে বেঁচে গেলেও বেশ কিছু সংখ্যক যাত্রীর সলিল সমাধি ঘটে। এ পর্যন্ত দুই শিশুসহ ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধারকাজ চলছে।