নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় দুই মামলা
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় বন্দর থানায় এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরে পৃথক দুটি দুটি মামলা হয়েছে।
এমভি রূপসী-৯-এর মাস্টার রমজান আলী শেখসহ আট জনকে আসামি করে দায়ের করা মামলায় বাদী হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক বাবু লাল বৈদ্য।
বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক শেখ মাসুদ কামাল এসব তথ্য জানিয়েছেন।
কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখসহ অপর আসামিরা হলেন- নুরুল আলম, কর্তব্যরত প্রকৌশলী আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম এবং গ্রিজার রিয়াদ হোসেন।
গতকাল রোববার কার্গো জাহাজের মাস্টারসহ ৯ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দিয়ে আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে।
রোববার বেলা আড়াইটায় নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় এ পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ থেকে ২০ জন ঘটনার সময়ই সাঁতার দিয়ে তীরে উঠে আসতে সক্ষম হন। এখনও তিন জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের সন্ধানে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যেরা নদীতে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।