তিন দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ
অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ দেওয়া; দর্শন বিভাগের প্রশ্নের মান বণ্টন পরিবর্তন করা; গণহারে অকৃতকার্য করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং এর স্থায়ী সমাধান করা।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিদল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে বিকেলে তারা নীলক্ষেত মোড় ছেড়ে যান। আগামী সপ্তাহের মঙ্গলবার (২৯ মার্চ) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সভায় আলোচনা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিগত বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে সিজিপিএ শিথিল করা হয়েছে। এবার করোনাকালীন সময় বিবেচনা করে শেষবারের মতো প্রয়োজনে লিখিত নিয়ে মানবিক বিবেচনায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সব বিভাগের শিক্ষার্থীদেরকে পরবর্তী বর্ষে প্রমোশন দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে বসার সুযোগ করে দিতে হবে। তা না হলে, এখানেই আমাদের শিক্ষা জীবনের ইতি টানতে হবে।
তারা আরও বলেন, করোনা সংক্রমণ ও সাত কলেজের নানা সমস্যা বিবেচনায় নিয়ে প্রয়োজনে লিখিত আকারে ডকুমেন্ট রেখে শেষবারের মতো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদেরকে মানবিক দৃষ্টিতে পরবর্তী বর্ষে প্রমোশন দিয়ে পড়ার টেবিলে বসার সুযোগ দিন। এটাই ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রাণের দাবি।
আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ঢাকা কলেজের শিক্ষার্থী সুমন মিয়া বলেন, ‘আমাদের ইনকোর্স পরীক্ষা নেওয়া হলেও সেটি মূল নম্বরের সঙ্গে যোগ করা হয় না। সাত কলেজে যেভাবে গণহারে অকৃতকার্য করিয়ে দেওয়া হচ্ছে সেটার বিষয়ে সুষ্ঠু ও স্থায়ী পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দর্শন বিভাগের যেসব শিক্ষার্থী আছে তাদের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলন করব।’
এর আগে গত বুধবার (১৬ মার্চ) একই দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।