কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?
এই ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় ছিল। তাঁর পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বসছে সিরিজের শেষ ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
সাকিব তো খেলছেন, এই ম্যাচের বাংলাদেশ একাদশে আর কোনো পরিবর্তন হবে কি না তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ম্যাচের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভবনা কম। অবশ্য বড় কিছু হলে সে ক্ষেত্রে অন্য কিছু ভাবা হতেও পারে।
এদিকে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।
সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে টাইগাদের এটি প্রথম সাফল্য। ১৯ ম্যাচ পর এই জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হারে তারা। আজকের ম্যাচে যে দল জিতবে সিরিজ তাদের ঝুলিতে যাবে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইয়াসির আলী রাব্বি।