শিক্ষার্থী পেটানো ওয়াকিলের শাস্তির দাবিতে কুবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী আনিছুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী ওয়াকিল আহমেদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধন থেকে হামলাকারীকে আজীবনের জন্য বহিষ্কার ও আহত শিক্ষার্থী আনিসের চিকিৎসার খরচসহ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একই দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সবুজ আহমেদ বলেন, ‘আনিছুরের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে যে দলেরই হোক না কেন, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।’
কুবি প্রক্টর সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী রানা বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত করে অবশ্যই আমরা শিক্ষার্থীবান্ধব ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, গত ২১ মার্চ (সোমবার) ‘তুমি’ সম্বোধন করায় ১২তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন৷ এতে চোখে গুরুতর আঘাত পান আনিছ৷
মারধরে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মারধরের ঘটনার পর তাঁকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রের কাছে বহিষ্কারের সুপারিশও করা হয়েছে।