যুগান্তকারী অগ্রগতি হয়েছে শিক্ষাব্যবস্থায় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী অগ্রগতি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠে নতুন বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’স্লোগানকে প্রতিপাদ্য ধরে সারা দেশে চলছে পাঠ্যপুস্তক উৎসব দিবস। শিক্ষা মন্ত্রণালয় এ দিবসের আয়োজন করেছে।
নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, বিনা মূল্যে নতুন বই বিতরণ কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা আর্জন সহজ হবে। এ নতুন প্রজন্মই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এ বছর সব প্রাক-প্রাথমিক, প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে চার কোটি ৪৪ লাখ শিক্ষার্থী নতুন বই পাবে। সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে।