দক্ষিণ আফ্রিকায় টেস্টেও সাফল্য পাওয়া সম্ভব
ওয়ানডেতে ঐতিহাসিক সাফল্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারানো বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন অর্জন। এবার টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হবেন মুমিনুল-মুশফিকরা। পারিবারিক কারণে দেশে ফিরে সাকিব আল হাসান জানালেন, লংগার ভার্সান ক্রিকেটেও সাফল্য পাওয়া সম্ভব।
গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় ফিরেছেন সাকিব। বিমানবন্দের সাংবাদিকদের তিনি বলেন, ‘গত পাঁচ-সাত বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো দল। তবে টেস্টে কন্ডিশনের সুবিধা বেশি পায় হোম দল। তাই টেস্ট বেশি চ্যালেঞ্জিং হবে। তবে ওদের কয়েকজন মূল খেলোয়াড় যেহেতু খেলছে না, আমরা আশাবাদী ভালো কিছু হতে পারে।’
দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফদের পরামর্শ বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম কারণ কি না? এমন এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘নিজের দেশ সম্পর্কে ওদের ভালো ধারণা আছে। আমাদের সঙ্গে শেয়ার করেছে। এটা আমাদের কাজে লেগেছে। এগুলো আমাদের অনেক সহায়তা করেছে ওদের সঙ্গে ভালো খেলার জন্য।’
এদিকে সাকিবের পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। তৃতীয় ওয়ানডে খেলে পরিবারের পাশে থাকতে দেশে ফিরেছেন তিনি। যে কারণে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা খুব কম। অবশ্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তিনি।
আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৭ এপ্রিল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। পাঁচটিতে ইনিংস ব্যবধানে। আরেকটি ম্যাচে হেরেছে ৩৩৩ রানে।