ময়মনসিংহে বাম জোটের সমাবেশে র্যাবের বাধা
বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলার হরতাল ময়মনসিংহেও পালিত হয়েছে। এই হরতালের সমর্থনে আজ সোমবার সকাল থেকেই মিছিল ও পিকেটিং করে বাম জোটের নেতাকর্মীরা।
মিছিল শেষে স্টেশন রোড এলাকায় সমাবেশ করে বামজোট। সেখানে হঠাৎ করেই বেশ কয়েকটি গাড়িতে করে ছুটে আসেন র্যাব কর্মকর্তারা। তারা এসে সমাবেশে বাধা দিতে চেষ্টা করেন। তখন শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে কয়েকজনকে আটকের চেষ্টা করেন র্যাব সদস্যরা। পরে নেতাকর্মীরা গণগ্রেপ্তারের দাবি জানালে র্যাব সদস্যরা চলে যান।
আধাবেলোর হরতালে সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল। বাম জোটের হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক বাহার মজুমদার, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক শেখর রায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. শাহজাহান, বামজোটের জোনাল ইনচার্জ ঈমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নগর আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাদ প্রমুখ।
সমাবেশে র্যাবের বাধা দেওয়ার বিষয়ে সিপিবির সভাপতি এমদাদুল হক মিল্লাত বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। এ সময় হঠাৎ আট-দশটি গাড়িতে করে র্যাবের কর্মকর্তারা এসে আমাদের কয়েকজন নেতাকর্মীকে আটকের চেষ্টা করেন। আমরা তখন গণগ্রেপ্তার হওয়ার দাবি জানালে তারা পিছু হটেন। আসলে তাঁরা একটি ভুল ইনফরমেশন পেয়ে সমাবেশস্থলে আসেন।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ লিগ্যাল অফিসার ও পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, তিনি এ ধরনের খবর জানেন না।