হাফিজ-নাজমুলের দিনে জিতল মোহামেডান
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে এসে এতদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। অবশেষে জ্বলে উঠল তাঁর ব্যাট। হাফিজের হাফসেঞ্চুরি ও নাজমুল অপুর দাপুটে বোলিংয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৫ উইকেটে হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৮ ওভারে স্কোরবোর্ডে ১৮৫ রান তোলে শেখ জামাল। নাজমুল অপুর স্পিনের সামনে খুব একটা ভালো করতে পারেননি শেখ জামালের ব্যাটাররা।
বল হাতে মাত্র ৯ রান দিয়ে তিন উইকেট নেন নাজমুল। সমান দুটি উইকেট করে নিয়েছেন ইয়াসিন ও শুভাগত হোম।
দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রান করেন তাইবুর। সানজামুলের ব্যাট থেকে আসে ৪৩ রান। বাকিরা জ্বলে উঠতে পারেননি তেমন।
এই রান তাড়া করতে নেমে ২৮ বল বাকি থাকতেই জয়ের নাগাল পেয়ে যায় মোহামেডান।
হাফসেঞ্চুরি করেন হাফিজ ও রনি তালুকদার। এক ছক্কা ও ৫ চারে ৫৭ রানের ইনিংস খেলেন রনি। পাঁচে ব্যাট করতে নেমে এক ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৫০ রান করেন হাফিজ। আগের তিন ম্যাচে তাঁর রান ছিল ৪, ০ ও ২৮। এ ছাড়া ৩৩ রান করেন আরিফুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৮ ওভারে ১৮৫ (সৈকত ০, সাইফ ৩, ইমরুল ১৫, জহুরুল ২, রবিউল ১৩, পারভেজ ১৯, তাইবুর ৫৩*, জিয়াউর ০, সানজামুল ৪৩, মৃত্যুঞ্জয় ১৩, সুমন ১১; নাজমুল ৬-১-৯-৩, শুভাগত ১০-০-৩৯-২, ইয়াসিন ১০-৩-৩২-২, মাহমুদ ৯-১-৩০-২, হাফিজ ৭-০-৩০-০, মাহমুদউল্লাহ ৫-০-৩৩-১, আরিফুল ১-০-৮-০)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৫.২ ওভারে ১৮৬/৫ (রনি ৫৭, পারভেজ ১৭, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২০, হাফিজ ৫০, আরিফুল ৩৩*, শুভাগত ৩*; পারভেজ ১০-২-২৯-১, সুমন ৬.২-০-৩৩-১, রবিউল ৭-০-২২-১, সানজামুল ১০-০-৪৭-০, তাইবুর ৫-০-২১-০, মৃত্যুঞ্জয় ১-০-৭-০, সাইফ ৬-০-২৪-১)
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে জয়ী।