সব দলের অংশগ্রহণে দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে
সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে। আর সে লক্ষ্যেই নির্বাচন কমিশনসহ আমরা সবাই কাজ করছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
আজ সোমবার কেন্দুয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুম ও কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল এ কথা জানান।
অসীম কুমার উকিল বলেন, পৃথিবীর যত বড় বড় সংকট, তার সমাধান আলোচনার টেবিলেই হয়েছে। কিন্তু বিএনপি ও কয়েকটি রাজনৈতিক দল শুধু বাইরে থেকে কথা বলে। তারা আলোচনার টেবিলে বসতে চায় না। বিএনপি রাতের আঁধারে ক্ষমতা দখল করতে চায়। তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও নোংরা রাজনীতি করছে।
অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে অসীম কুমার উকিল বলেন, আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সম্মুখপানে এগিয়ে যাচ্ছি। উন্নয়নের এ অগ্রযাত্রায় নৌকা প্রতীককে বারবার বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভুইয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভুইয়া প্রমুখ।