ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেল যুবককের
বাংলাদেশ/অপরাধইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো রাফি ভূঁইয়ার (১৯)। গতকাল সোমবার ছুরিকাঘাতে মৃত্যু হয় তাঁর। রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটে এ ঘটনা। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে। তথ্য নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল জানান, স্থানীয় যুবক প্রদীপ (২০), রাফি (২১) এবং শিমুল (২০) একটি মেয়েকে প্রায়ই উত্যক্ত করত। সোমবার সন্ধ্যায় রাফি ভূঁইয়া ইভটিজিংয়ের প্রতিবাদ করে। এ নিয়ে ওই তিন জনের সঙ্গে রাফির কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে প্রদীপ। উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।