দুই নতুন দলের লড়াইয়ে জিতল গুজরাট
গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টস—দুদলই আইপিএলে নতুন। নিজেদের প্রথম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। তাতে লখনৌ সুপার জায়ান্টস শুরুর মিশনটা জয়ে করতে না পারলেও জয় দিয়ে রাঙিয়েছে গুজরাট। লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
আইপিএলের চতুর্থ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটানস। ২৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গুজরাটের বোলার মোহাম্মদ শামি।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রানের পুঁজি পায় লখনৌ। কিন্তু মোটামুটি চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও জয়ের নাগাল পায়নি দলটি। ব্যাট হাতে দলের হয়ে হাফসেঞ্চুরি করেন দীপক হুদা আর আয়ুশ বাদোনি। দীপক খেলেন ৪১ বলে ৫৫ রানের ইনিংস। আর আয়ুশ খেলেন ৫৪ রানের ইনিংস। ব্যাট হাতে বাকিদের সময় ততটা ভালো যায়নি।
রান তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই জয় পেয়ে যায় গুজরাট। রান তাড়ায় শুরুতে কিছুটা চাপে পড়লেও জয় পেতে সমস্যা হয়নি তাদের। অধিনায়ক পান্ডিয়া খেলেন ২৮ বলে ৩৩ রানের ইনিংস। ম্যাথু ওয়েড খেলেন ২৯ বলে ৩০ রানের ইনিংস। ২৪ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলেন তেয়াতিয়া।