ব্রুনো ম্যাজিকে বিশ্বকাপের টিকেট পেল রোনালদোর পর্তুগাল
কেবল কথার ফুলঝুরি ছোটানো নয়, বাস্তবেও তা করে দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার আগে হুংকার দিয়েছিলেন—পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয়। রোনালদোর সে কথার প্রমাণ মিলল মাঠেই।
তাই, অবশেষে হলো উৎকণ্ঠার অবসান। ঘরের মাঠে উত্তর মেসিডোনিয়াকে ২-০ হারিয়ে কাতার বিশ্বকাপের ছাড়পত্র নিশ্চিত করল পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেজ।
এদিন ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করেন ব্রুনো। আর, সে গোলে পেছনের কারিগর রোনালদো। পেনাল্টি বক্সের সামনে ব্রুনোকে বল বানিয়ে দেন তিনি। ডান পায়ের শটে বল জালে জড়ান ব্রুনো।
ম্যাচের দ্বিতীয় গোল আসে পরের অর্ধে, ৬৫তম মিনিটে।
এবার দিয়েগো জোটার কোনাকুনি বাড়ানো বল ধরে জোরাল ভলিতে গোল করেন ব্রুনো। সেইসঙ্গে নিশ্চিত হয় পর্তুগালের বিশ্বকাপে খেলা। ম্যাচ শেষের বাঁশি বাজতেই মাঠে সতীর্থদের নিয়ে উল্লাসে মেতে ওঠেন পর্তুগিজ খেলোয়াড়েরা।