খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট স্থগিত
খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।
ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট চলছিল। পরে আগামী শনিবারের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসে রাতে তা স্থগিত করা হয়।
খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মীর মোকসেদ আলী জানান, মঙ্গলবার রাতে জেলা প্রশাসক, পুলিশ ও ট্যাংক-লরি নেতাদের বৈঠক হয়েছে। সেখানে শ্রমিকনেতা আল আমিনের ওপর হামলাকরীদেরকে আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে দেওয়া হয়। এজন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে।
তবে, মোকসেদ আলী হুঁশিয়ারি দেন, প্রশাসনের আশ্বাস বাস্তবায়িত না হলে রোববার থেকে আবারও ধর্মঘট পালন করা হবে।
এর আগে গতকাল সকালে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত সভা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সভাপতি মীর মোকসেদ আলী। সে সময় মোকসেদ বলেন, ‘ধর্মঘট চলাকালে খুলনা খালিশপুরের পদ্মা, মেঘনা ও যুমনা তেল ডিপো থেকে সব ধরনের জ্বালানী তেল উত্তোলন বন্ধ থাকবে।’ এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলাসহ ফরিদপুর বিভাগের মোট ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে, আল আমিনের ওপর হামলার ঘটনায় তাঁর ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।
জানা যায়, গত সোমবার দুপুরে নিজ বাসা হতে বের হওয়ার পর সন্ত্রাসীরা আল আমিনের ওপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।