নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবুমার্কেট এলাকায় রূপসী পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ সময় চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
জানা গেছে, রূপসী গার্মেন্টসে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। কারখানাটি শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। ৩০ মার্চ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু, বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা আজ সকাল ১০টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার জন্য আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হয়েছে। দুপুর ২টার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।’