আপনার জিজ্ঞাসা
মৃত ব্যক্তির নামে কোরবানি বা হজ করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকার গুলশান থেকে একজন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি বা হজ করা যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মৃত ব্যক্তির নামে কোরবানি বা হজ করা যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হলো, মৃত ব্যক্তির নামে কোনো কোরবানি হয় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। তাঁর নামে হজও হবে না। সেটাও পক্ষ থেকে করতে হবে। প্রথমত, এটা আপনাকে জানতে হবে। এরপর বলব, মৃত ব্যক্তির পক্ষ থেকে এসব সদকা গ্রহণ করলে অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহ কোরবানিও গ্রহণ করবেন, হজও গ্রহণ করবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো বাধা নেই। আল্লাহ ইবাদত করতে বলেছেন। ইবাদত করলে অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ সওয়াব দেবেন।