আপনার জিজ্ঞাসা
আরব বিশ্বে কীভাবে তারাবির সালাত আদায় করা হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে সাব্বির রহমত খান জানতে চেয়েছেন, আরব বিশ্বে কীভাবে তারাবির সালাত আদায় করা হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আরব বিশ্বে কীভাবে তারাবির সালাত আদায় করা হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরব বিশ্বে দীর্ঘ সময় নিয়ে তারাবির সালাত আদায় করা হয়ে থাকে। দীর্ঘ কিয়ামে ও দীর্ঘ সুরা দিয়ে আদায় করা হয়ে থাকে। স্বাভাবিক ফরজ সালাতে যতগুলো কেরাত পড়া হয়, তারচেয়েও বড় কেরাত দিয়ে আরব বিশ্বে তারাবির নামাজ আদায় করা হয়ে থাকে। তারাবির সালাতে তারা সময় নেয়। ধীরেসুস্থে পড়েন। এ নিয়ে কোনো সন্দেহ নেই।