আপনার জিজ্ঞাসা
মসজিদে দানের টাকা থেকে ইমামের বেতন দেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, মসজিদে দান করা টাকা থেকে ইমামের বেতন দেওয়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের এলাকার মসজিদে প্রতি শুক্রবার অনেক মানুষ টাকা দান করেন। ওই টাকা থেকেই ইমামদের বেতন দেওয়া হয়। একজন বললেন, এই দান থেকে ইমামদের বেতন দেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো, মসজিদে দান করা টাকা থেকে ইমামের বেতন দেওয়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মসজিদের জন্য বা মসজিদ পরিচালনার জন্য যদি মানুষ টাকা দান করে থাকেন, তাহলে সেটা থেকে ইমাম-খাদেমদের বেতন দেওয়া জায়েজ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই টাকা থেকে বেতন দিতে কোনো বাধা নেই। কেন দেওয়া যাবে না? মসজিদে মানুষ দান কেন করেন? যাতে মসজিদের যত কাজ আছে, সেগুলো পরিচালনা করা যায়, যাতে সব সুন্দরভাবে চালানো যায়। এটা মসজিদের ফান্ড। যেহেতু এটা মসজিদের জন্যই দেওয়া, তাহলে এর থেকে ইমাম-খাদেমদের বেতন দিতে কোনো সমস্যা নেই। যদি মসজিদের সঙ্গে এতিমখানা থাকে, সেটা হলে আলাদা ব্যাপার। তখন মসজিদের দানবাক্স ও এতিমখানার দানবাক্স আলাদা রাখতে হবে। এসব বিষয় খেয়াল রাখতে হবে।