পানি দূষণের কারণে ডায়রিয়া বেশি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
পানি দূষণের কারণে ডায়রিয়া বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাজধানীতে আজ বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন জাহিদ মালেক।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পানিটা যদি ভালো থাকে, তাহলে মানুষের শরীরও ভালো থাকবে। ঢাকা শহরে কিছুদিন ধরে বেশ ডায়রিয়া দেখা দিচ্ছে, কলেরা দেখা দিচ্ছে। এটা পানি থেকে বেশি হচ্ছে। খাবার থেকেও হয়, কিন্তু পানি থেকে বেশি হচ্ছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’