অবৈধ দখলদারদের আর ছাড় নয় : মেয়র
অবৈধ দখলদারদের আর ছাড় নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ রোববার রাজধানীর টিকাটুলীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাঈদ খোকন আরো বলেন, ‘যাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে রাস্তা দখল করে আছেন, তাঁদের আর ছাড় দেওয়া হবে না। র্যাবের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মতবিনিময় সভায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার মধ্যে সব পরিষ্কার করে ফেলতে পারি।’ এবার দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় রাস্তার পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান র্যাবের মহাপরিচালক।