রেটিনার প্রধান চার সমস্যা ও প্রতিকার
চোখের যত্ন নেওয়া অতীব জরুরি। অন্তত বছরে একবার চোখের ডাক্তারের কাছ থেকে পরামর্শ ও পরীক্ষা করা দরকার। অনেকেই রেটিনার সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সুস্থতার ব্যবস্থাপত্র-এর একটি পর্বে চোখে রেটিনার সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আজগর আলী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও অফথালমোলজি অ্যান্ড রেটিনা স্পেশালিস্ট ডা. তমাল কান্তি রায় সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
রেটিনার কাজ কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. তমাল কান্তি রায় সরকার বলেন, আমরা তো চোখ দিয়ে দেখি। এই দেখার কাজটা চোখের রেটিনা করে। এটা এতখানি গুরুত্বপূর্ণ। ধরুন, একটা ক্যামেরা। ক্যামেরার যে রকম ফিল্ম, সে রকম চোখের ফিল্ম হচ্ছে রেটিনা। একমাত্র লাইট সেনসিটিভ লেয়ার এই রেটিনা। এই রেটিনা চোখের পেছন দিকে রয়েছে। রেটিনা রিপ্লেস করা যায় না। একবার ড্যামেজ হলে নষ্ট। এটা ব্রেইনের একটি অংশ। রেটিনা রিজেনারেট করে না। আপনার কোথাও কাটলে সেখানে সেলাই হয়ে গেল, টিস্যু রিজেনারেট করে। রেটিনা কিন্তু রিজেনারেট করে না। সুতরাং এমন একটা টিস্যু, যেটা ভাইটালি ইমপরট্যান্ট, প্রচণ্ড দরকার, অথচ তার রিপ্লেসমেন্ট নেই, সেটা রিজেনারেট করে না।
কী কী অসুখের কারণে রেটিনা আক্রান্ত হয়ে থাকে, ডা. তমাল কান্তি রায় সরকার বলেন, রেটিনার রোগ তো অনেক আছে। আমি শুধু চারটি গুরুত্বপূর্ণ কথা বলি। প্রথমে ডায়াবেটিস প্রসঙ্গে আসি। ডায়াবেটিস হলে রেটিনার সমস্যা হয়। আরেকটা হলো, বয়স হলে চোখের ভেতরে ডিজেনারেশন হয়। রেটিনাতে স্ট্রোক হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হলো রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি। এ চারটি ছাড়াও নানান রোগ আছে। রেটিনা সারা শরীরের একটা রিপ্রেজেন্টেশন। রেটিনা টিউমার হতে পারে, রেটিনা ভাসকুলার ডিজিজ হতে পারে, ইনফ্ল্যামেশন হতে পারে, ডিটাচমেন্ট হতে পারে ইত্যাদি।
রেটিনার বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।