‘রাজাকারের সন্তান নন’ জানাতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিহাদ মন্ডল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, তিনি রাজাকারের সন্তান নন। একটি অনলাইন পোর্টালে তাঁকে রাজাকারের সন্তান হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে তিনি সংবাদ সম্মেলন করেন।
রোববার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল লিখিত বক্কব্যে বলেন, “ঢাকার একটি দৈনিকের অনলাইন সংস্করণে আমাকে ‘রাজাকারের সন্তান’ আখ্যা দিয়ে আমার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রাপ্তি সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করা হয়েছে। আমার সর্ম্পকে প্রকাশিত ওই সংবাদ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
জিহাদ মন্ডল অভিযোগ করে বলেন, ‘আমার বাবা বা পরিবারের অন্য কেউই কখনও রাজাকার ছিলেন না। শুধুমাত্র আমার বাবার নামের সাথে আব্দুল হামিদ নামের স্থানীয় এক রাজাকারের বাবার নামের মিল থাকায় আমাকে স্বাধীনতাবিরোধী রাজাকার হিসেবে দেখানো হয়েছে। গত ২২ মার্চ পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম ঘোষণার পর থেকে একটি মহল রাজনৈতিকভাবে হেয় করার জন্য নানা অপপ্রয়াস চালিয়েছে যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।