সাভারে আড়াই হাজার পরিবারকে যুবলীগের খাদ্যসামগ্রী
সাভারে যুবলীগের পক্ষ থেকে আড়াই হাজার গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে আজ সোমবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল তিন কেজি চাল, এবং এক কেজি করে ডাল, ছোলা, খেজুর ও চিনি।
খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহম্মেদ তৌফিকসহ দলের সাবেক নেতা-কর্মীরা।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম। তিনি বৈষম্যহীন সমাজ গঠনে যুবসমাজকে অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আবু আহমেদ নাসীম বলেন, ‘সমাজের গরিব, অসহায় ও দুস্থ ব্যক্তিরা আমাদের পরিবারেরই সদস্য। আমাদের সবাইকে তাঁদের পাশে দাঁড়াতে হবে।’