দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও
দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগে বয়ে যেতে পারে দমকা হাওয়া। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও ঘণ্টায় ২৩ থেকে ৪৩ এবং কোথাও কোথাও ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের ছয় বিভাগে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের অন্য অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।