সুলতান’স ডাইনের মালিককে গ্রেপ্তারে পরোয়ানা
খাবারে প্রতারণার অভিযোগে সুলতান’স ডাইনের মালিক ফয়সাল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি ফয়সাল আহমেদ হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হলে তিনি আর শুনানিতে হাজির হননি। এ কারণে বিচারক হাইকোর্টের পূর্বের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।’
আইনজীবী আরও বলেন, ‘এ মামলায় বেইলি রোডের ব্রাঞ্চ ম্যানেজার স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু, বিচারক তা নামঞ্জুর করে ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।’
মামলার বিবরণী থেকে জানা গেছে, বাদী হাসিবুল হক বেইলি রোডের সুলতান ডাইন থেকে ২০০০ টাকা মূল্যের কাচ্চি অর্ডার করেন। কিন্তু, সেই কাচ্চি ডেলিভারির সময় বাদী দেখতে চান, ভেতরে কী পরিমাণ কাচ্চি আর মাংস দেওয়া হয়েছে। এ সময় বিবাদীরা ‘দেখার নিয়ম নেই’ বলে ডেলিভারি দিয়ে দেন। পরে বাদী সেই কাচ্চি বাসায় এনে দেখেন খাবারের মানে প্রতারণা হয়েছে। এই ঘটনায় বাদী সিএমএম আদালতে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৩৪ ধারায় মামলা করেন।