নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বোল্ট
গত বছর বল হাতে দুর্দান্ত ছিলেন ট্রেন্ট বোল্ট। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি। এর পুরস্কারও জিতেছেন বিশ্বের অন্যতম সেরা এই বোলার। নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন এই বাঁহাতি পেসার।
ক্রিকবাজের খবরে জানা গেছে, নিউজিল্যান্ড ক্রিকেট ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বোল্টকে বেছে নিয়েছে।
গত বছর ১৫টি আন্তর্জাতি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন বোল্ট। তিনি ২৩ উইকেট নেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন এই কিউই পেসার।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বোল্টের অসাধারণ বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ড ফাইনালে উঠে। অবশ্য ফাইনালে তারা সাফল্য পায়নি। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যায় তারা। অবশ্য সে ম্যাচে ১৮ রানে দুই উইকেট নিয়েছিলেন বোল্ট।
পুরস্কার জিতে দারুণ খুশি বোল্ট। নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বোল্ট বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ আমি দারুণ উপভোগ করছি। এই পুরস্কার জিততে পারা আমার কাছে বিশেষ কিছু, এজন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
এদিকে টানা দ্বিতীয়বার নিউজিল্যান্ডের বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন হলেন ডিভাইন। গত বছর ব্যাট হাতে ১১৪ রান এবং বল হাতকে সাত উইকেট নেন তিনি।