মাশরাফীর রূপগঞ্জের দারুণ জয়
প্রথমে ব্যাট করে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মাত্র ১৬৮ রান গড়ে তারা। মাশরাফী বিন মোর্ত্তজাদের দেওয়া এই ছোট লক্ষ্যও টপকাতে পারেনি প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। শতরন না গড়তেই ইনিংস গুটিয়ে নেয় তারা।
আজ মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ৮৩ রানের বড় জয় ঘরে তুলেছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ ৪৫ ওভারে নেমে আসে। ৫ বল বাকি থাকতেই দেড় শতাধিক রান গড়ে ইনিংস গুটিয়ে নেয় রূপগঞ্জ। জবাবে বিধ্বস্ত ব্রাদার্স ২২.২ ওভারে ৮৫ রান করে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ দ্রুত উইকেট হারায়। নাঈম ইসলাম ও সাব্বির রহমানের দৃঢ়তায় ছোট সংগ্রহ গড়ে তারা। নাঈম ৪৫ ও সাব্বির ৪৬ রান করেন। আর রাকিবুল তৃতীয় সর্বোচ্চ ২৪ রান করেন। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।
ছোট লক্ষ্য তাড়ায় ব্রাদার্স এমন দুর্দশায় পড়বে তা কেউ ভাবেনি। প্রথম দুই ওভারে ১৭ রান নেওয়া দলটি শেষ পর্যন্ত ৮৫ রানে গুটিয়ে যায়। সাদিকুর ১৬, আশরাফুল ৭ ও চতুরঙ্গা ১৬ রান করেন।
রূপগঞ্জের হয়ে চিরাগ ২২ রানে চারটি, নাঈম ২০ রানে তিনটি ও মাশরাফী ৩০ রানে এক উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধস নামান।
লিগে এটি রূপগঞ্জের সপ্তম জয়। আর টানা ষষ্ঠ জয় পেয়েছে তারা। নয় ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৪৪.১ ওভারে ১৬৮ (নাঈম ৪৫, সাব্বির ৪৬, রকিবুল ২৪, তানভীর ১৪, চিরাগ ৮, মাশরাফী ৭, আবু হায়দার রনি ৯-০-৪৫-১, ইফরান ৮.১-১-২৩-৪, চতুরঙ্গা ৯-১-২৮-২, সাকলাইন ৯-১-৩০-১, সোহাগ ৯-১-৩৬-২)।
ব্রাদার্স ইউনিয়ন : ২২.২ ওভারে ৮৫ (সাদিকুর ১৬, আশরাফুল ৭, মাইশুকুর ১৪, চতুরঙ্গা ১৬, রনি ২, ইফরান ০*; চিরাগ ৬-০-২২-৪, মেহেদী রানা ২-১-৮-১, নাবিল ৪-২-৪-১, নাঈম ৩.২-০-২০-৩, মাশরাফি ৭-০-৩০-১)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৮৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।