নতুন কমিটি চান ছাত্রদলের নেতারা
বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। মেয়াদোত্তীর্ণ কমিটির ছয় মাস পেরিয়ে যাওয়ায় সংগঠনটির নেতাদের মধ্যে নতুন কমিটির দাবি উঠতে শুরু করেছে।
২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের দুই মাস পরে ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করে ছাত্রদল। কিন্তু, নির্ধারিত সময়ে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত পূর্ণাঙ্গ করতে পারেনি খোকন-শ্যামল পরিষদ। এ ছাড়া ছাত্রদলের সুপার ইউনিট খ্যাত ঢাকার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় কলেজের সবগুলো কমিটি করতে ব্যর্থ হয়েছে বর্তমান কেন্দ্রীয় কমিটি।
শুধু তাই নয়, ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর কমিটি গঠনের বিষয়েও নানা অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের বিরুদ্ধে। ফলে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বাধীন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন একজন করে সংগঠনের ৬০ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটির ৪৩ নেতার বক্তব্য শোনেন। ৪৩ জনের প্রায় সবাই ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।
তারেক রহমানের সঙ্গে বৈঠকে ছাত্রদলের সুপার ফাইভ তথা সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকলেও তাঁদের মতামত নেওয়া হয়নি।
৬০ সদস্যের আংশিক কমিটির ঢাকার বাইরে ও অসুস্থতাজনিত কারণে ১২ জন অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মতামত নেন তারেক রহমান।
২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর দুই বছরের জন্য সরাসরি ভোটে সংগঠনের সভাপতি হিসেবে ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইকবাল হোসেন শ্যামল। গত বছরের সেপ্টেম্বরে ছাত্রদলের মেয়াদ শেষ হয়। এরপর থেকে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবি উঠতে থাকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পক্ষে মধ্যে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কথা বলেছে এনটিভি অনলাইন। তাঁদের সঙ্গে কথা বলে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পক্ষে মতামত দেওয়ার বিষয়টি জানা যায়।
কমিটি গঠনের পক্ষে মতামত দেওয়া এক সহ-সভাপতি এনটিভি অনলাইন কে বলেন, ‘যেহেতু আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে তাই নিয়ম মেনে নতুন কমিটির হাতে দায়িত্ব দেওয়ার পক্ষে আমরা বেশির ভাগই মত দিয়েছি। এখন কেন্দ্রীয় কমিটির বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন, তার একমাত্র এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত।’
নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি হলে ছাত্রদলের নেতৃত্বের যে জট তৈরি হয়েছে সেটি কমবে কি না, জানতে চাইলে এক সহ-সভাপতি এনটিভি অনলাইনকে বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র মেনে যদি নির্ধারিত সময়ে কমিটি হয় তাহলে তো প্রতিনিয়ত নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে। নেতৃত্বের জটও কমে আসবে।’
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক মঙ্গলবার রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ আমাদের কাছ থেকে মতামত নিয়েছেন। নেতারা কেন্দ্রীয় কমিটি নতুন করে গঠনের পক্ষে মত দিয়েছেন।’