অস্ট্রেলিয়ার নতুন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ের পর দুই মাস ধরে ভারপ্রাপ্ত প্রধান কোচের ভূমিকায় ছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ভারপ্রাপ্ত থেকেই ভাগ্য খুলে গেল তাঁর। লম্বা সময় ধরে দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করা ম্যাকডোনাল্ডকেই অস্ট্রেলিয়ার পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ম্যাকডোনাল্ডের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন ফরম্যাটের সবগুলোর জন্য পূর্ণকালীন প্রধান কোচ ও নির্বাচক হিসেবে তাঁকে চূড়ান্ত করল অস্ট্রেলিয়া।
গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার কোচিং পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ল্যাঙ্গার। তাঁর বিদায়ের পর রিকি পন্টিংসহ সাবেক ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসের নাম আলোচনায় আসলেও শেষ পর্যন্ত নিজেদের সহকারী কোচকেই প্রধান কোচ বানিয়েছে অসিরা।
সম্প্রতি ম্যাকডোনাল্ডের অধীনেই পাকিস্তান সফরে খেলেছে অস্ট্রেলিয়া। এ সফরে টেস্ট সিরিজ জিতেছে অসিরা। এরপর ওয়ানডে সিরিজে হেরে যায় ২-১ ব্যবধানে। তবে, টি-টোয়েন্টিতেও জিতেছে অসিরা। এ ছাড়া গত কয়েক বছরের সাফল্য ও ক্রিকেটারদের সমর্থন পেয়ে ম্যাকডোনাল্ডকে নিয়োগ দিয়েছে অসিরা। আগামী জুনে শ্রীলঙ্কা সফর দিয়ে প্রধান কোচ হিসেবে ম্যাকডোনাল্ডের নতুন পথচলা শুরু হবে।