টানা ৫ ম্যাচে হার দেখা মুম্বাইকে এবার দ্বিগুণ জরিমানা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। এক-দুবার নয়, আইপিএলে পাঁচ বার শিরোপা জিতেছে তারা। সে দলটি এবারের আসরে পার করছে চরম দুঃসময়। টানা পাঁচ ম্যাচে খেলে একটিতেও জয়ের দেখা মেলেনি মুম্বাইয়ের। সেইসঙ্গে ফের জরিমানার মুখে পড়লেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটারেরা।
গতকাল বুধবার পাঞ্জাব কিংসের কাছে ১২ রানে হেরেছে মুম্বাই। হারের পর স্লো ওভার রেটিংয়ের জন্য মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ও একাদশের অন্যদের জরিমানা গুনতে হয়েছে।
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘১৩ এপ্রিল পুনের এমসিএ স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচে স্লো ওভার রেটিংয়ের দায়ে জরিমানা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।’
এর আগেও এ শাস্তি পেয়েছেন রোহিতদের। তাতে করে অধিনায়ক রোহিতকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং একাদশের অন্যদের ম্যাচ ফির ২৫ শতাংশ ছয় লাখ রুপি জরিমানা গুনতে হবে।
এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের পর স্লো ওভার রেটিংয়ে ১২ লাখ রুপি জরিমানা হয়েছিল মুম্বাই অধিনায়কের। রোহিত ছাড়াও এ জরিমানা গুনেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ও দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ।