আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি
আগামীকাল ৫ জানুয়ারি বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ বিবেচনায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। একই দিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
আজ সোমবার দক্ষিণ সিটি করপোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা বিশেষ বিবেচনায় বিএনপির এই আবেদন অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি প্রার্থনা করা হয়। আমরা সেই আবেদনও বিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা সেই সমাবেশকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
দুটি সমাবেশের কারণে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক পরিস্থিতি হবে না বলে মনে করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। এ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো সড়কে বা স্থানে সমাবেশ-মিছিল বা র্যালি করার ক্ষেত্রে সতর্ক থাকতে রাজনৈতিক দুটি দলকেই আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ৫ জানুয়ারি এ দুই সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না নয়, সে জন্য দুই দলের নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান সাঈদ খোকন।