সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে কলম্বিয়ার কিংবদন্তি ফুটবলার
কলম্বিয়ার কিংবদন্তি ফুটবলার ছিলেন ফ্রেডি রিংকন। তিনটি বিশ্বকাপ খেলেছেন, দেশকে নেতৃত্বও দিয়েছেন। শুধু তাই নয় রিয়াল মাদ্রিদের মতো দলে খেলেছেন তিনি। কলম্বিয়ার এই সাবেক তারকা আর নেই। সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
আজ বৃহস্পতিবার কলম্বিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, কলম্বিয়ার সাবেক ফুটবলার ফ্রেডি রিংকন আর নেই। গত সোমবার সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। গত কয়েকদিন চিকিৎসকরা অনেক চেষ্টা করেও পারেননি তাঁকে সুস্থ করে তুলতে।
ফ্রেডি গত সোমবার সকালে গাড়ি নিয়ে বের হলে বাসের সঙ্গে ধাক্কা লাগে। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখনই গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হয় সাবেক এই তারকা ফুটবলারকে। দেশটির কালি শহরের ইমবানাকো ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মারা যান তিনি।
ফ্রেডির ফুটবল ক্যারিয়ার বেশ বর্ণময় ছিল। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন। জাতীয় দলের হয়ে ১৭টি গোল করেছেন তিনি। আর বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ১০টি। কলম্বিয়ার আরেক কিংবদন্তি কার্লোস ভালদেরামার সতীর্থ ছিলেন তিনি।
বিশ্বের অনেক নামি ক্লাবের হয়েও খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদ, নাপোলি, পালমেইরাস, সান্তোসের হয়ে খেলেছেন ফ্রেডি।
ফ্রেডির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।