মুস্তাফিজকে তুলাধুনা করে জাতীয় দলের স্বপ্ন দেখছেন কার্তিক
৪, ৪, ৪, ৬, ৬, ৪—এটাই হলো দিনেশ কার্তিকের তাণ্ডব চালানো এক ওভার। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে তুলাধুনা করে এই এক ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন রয়্যাল চ্যালেঞ্জার্সের কার্তিক। এই ম্যাজিকাল ওভারের পর কার্তিক স্বপ্ন দেখছেন ফের ভারতের জাতীয় দলের ফেরার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম তিন ওভার খুব একটা খারাপ যায়নি মুস্তাফিজের। পাওয়ার প্লেতে ২ ওভারে রান দেন ১৫। ষোড়শ ওভারে ফিরে দেন মাত্র ৫ রান। তবে, শেষ ওভারটা ছিল দুঃস্বপ্নের মতো।
শেষ এক ওভারেই মুস্তাফিজ দেন ২৮ রান। ওই ওভারে মোট দুই ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকিয়ে মুস্তাফিজকে তুলাধুনা করেন দিনেশ কার্তিক। প্রথম তিন ওভারে ২০ রান দেওয়া মুস্তাফিজ এক ওভারেই দেন ২৮ রান। তাতেই মূলত পাল্টে যায় ম্যাচের ভাগ্য। পরে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
মোট ৩৪ বলে ৬৬ রানের দারুণ ইনিংস খেলেন কার্তিক। মারেন সমান পাঁচটি করে বাউন্ডারি ও ছক্কা। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৯৪.১১। এমন ফিনিংশের পর কার্তিক আশা করছেন জাতীয় দল নিয়ে।
নিজের স্বপ্ন আর পরিশ্রমের কথা জানিয়ে কার্তিক বলেন, ‘একটি বড় লক্ষ্যের কথা আমাকে বলতেই হবে। আমি সত্যি সত্যিই খুব পরিশ্রম করে যাচ্ছি। কখনও কখনও লোকে তা বিশ্বাস করতে চায় না। তবে আমার লক্ষ্য দেশের হয়ে বিশেষ কিছু করা। এটাও সেই ভ্রমণেরই অংশ। ভারতীয় দলের অংশ হওয়ার জন্য যা কিছু করা দরকার, সম্ভব সবকিছুই আমি করছি। এটা সেই পথেই আরেকটা পদক্ষেপ।’
বেঙ্গালুরুর তারকা আরো বলেন, ‘এটা জেনে ভালো লাগছে যে লোকে এখন আমার মাঝে স্থিরতা খুঁজে পাচ্ছে। সাধারণত তারা ভাবে, আমি একটু অস্থির। আমাকে বলতেই হবে, এই অবস্থান ও স্থিরতা এসেছে প্রস্তুতি থেকে।’