কয়েক জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া আগামী তিন দিন পর এর প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া জেলাসহ রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে আজ রাজশাহী, পাবনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন দিন পর বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।