এমপিওর বয়সসীমা শিথিল করে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র
বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তিাহ বিভিন্ন সমস্যার সমাধানে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আলোচনা শেষে আজ রোববার সমস্যা সমাধানে বয়সসীমা শিথিল করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, উচ্চ আদালতে দায়েরকৃত বিভিন্ন রীট পিটিশনের প্রদত্ত আদেশের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৩০/০৩/২০২১ তারিখে জারীকৃত ৩য় গণবিজ্ঞপ্তিতে ৪ নং অনুচ্ছেদে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩৯০০/২০১৯নং মামলার রায় অনুযায়ী ১২/০১/২০১৮ তারিখের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য শর্ত যুক্ত করা হয়। এ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রযোজ্য প্রার্থীরা আবেদন করেন এবং নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পেয়েও এমপিও ফাইল আটকে ছিল হাজারও শিক্ষকের। উপজেলা অফিস থেকে মাউশি আঞ্চলিক অফিসগুলোতে এ নিয়ে হয়রানির শিকার হচ্ছিলেন তারা।
ফলে আজকের পরিপত্রের এসব সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।