আইপিএলে মুস্তাফিজদের দলে করোনার হানা
গত দুই বছর ধরে করোনা মহামারিতে বদলে গিয়েছিল মানুষের জীবন। যার প্রভাব পড়েছিল আইপিএলেও। করোনার জেরে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল শেষ করতে হয়েছিল বিসিসিআইকে। তবে পরিস্থিতি বদলেছে। আগে থেকে নিয়ন্ত্রণে প্রাণঘাতি এই ভাইরাস। তাই আইপিএলের ১৫তম আসর নিজেদের ঘরের মাঠেই আয়োজন করেছে ভারত।
তবে তাতেও শুনতে হচ্ছে দুঃসংবাদ। হঠাৎ করেই আইপিএলে চিন্তা বাড়াচ্ছে করোনা। এর মধ্যেই আইপিএলে মুস্তাফিজুর রহমানদের দল দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথমে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার শোনা যাচ্ছে, দলটির এক বিদেশি ক্রিকেটার ও আরেকজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দিল্লি শিবিরে মোট চার জন করোনায় আক্রান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, দলে এতজন করোনায় আক্রান্ত হওয়ার কারণে আজ পুনেতে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে দিল্লি। আগামী বুধবার পাঞ্জাবের বিপক্ষে খেলতে আজই পুনাতে যাওয়ার কথা ছিল দিল্লির। তবে আজ যাওয়ার কথা থাকলেও যাচ্ছে না দিল্লি শিবিরের।
করোনার প্রভাব পড়ায় আজ সোমবার এবং মঙ্গলবার পুরো দলকে হোটেলের রুমে থাকতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে অনুশীলনও। এই দুদিনই ক্রিকেটারদের পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে।
উল্লেখ্য আনন্দবাজারের খবর অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা দুই হাজার ১৮৩ জন। যা গতকালের তুলনায় ৯০ শতাংশ বেশি। গতকাল রোববার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,১৫০।