আপনার জিজ্ঞাসা
সিয়াম পালনের মূল উদ্দেশ্য নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, সিয়াম পালনের মূল উদ্দেশ্য নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সিয়ামের মূল উদ্দেশ্য কী? সিয়াম মানে কি শুধু উপবাস, না-কি এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে? সিয়াম পালনের মূল উদ্দেশ্য নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে ইবাদতগুলো হলো অভ্যাস থেকে আলাদা। যতক্ষণ পর্যন্ত অভ্যাস থেকে ইবাদতকে আমরা আলাদা করতে না পারব, ততক্ষণ আমরা আল্লাহর কাছে এর মর্যাদা পাব না। যেমন—কোনো ব্যক্তি সফরে আছেন। তিনি রাতে সফর শুরু করেছেন, সারা দিন খেতে পারেননি, একদম মাগরিবের পর খেয়েছেন। এখন এটা কি সিয়াম হয়ে গেল? না, এটা সিয়াম নয়। সিয়াম হলো আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ ইবাদত। আল্লাহ বলেছেন, হে বান্দাগন, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, যেটা তোমাদের পূর্ববর্তী মানুষদের ওপরও ফরজ ছিল। সিয়াম মানে শুধুই উপবাস নয়। তাহলে এটি সিয়াম হবে না। এর সঙ্গে অনেক ইবাদত জড়িয়ে। তাই, সিয়াম রাখতে হলে আপনাকে এর সঙ্গে জড়িত ইবাদতগুলোও পূরণ করতে হবে। সিয়াম পালনের মূল লক্ষ্য হলো, যাতে করে আল্লাহর বান্দারা অন্তরের মধ্যে তাকওয়ার চেতনা জাগাতে পারে। এর মানে হলো, আল্লাহ যেগুলোকে হারাম বলেছেন, সেসব না করা। আর, যেসব করার উপদেশ দিয়েছেন, সেসব পূরণ করা। এ চেতনা অবশ্যই তার মধ্যে আনতে হবে। নয়তো সিয়াম হবে না। এ ছাড়া সিয়ামের সময়, জিহ্বাকে অবশ্যই পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। শুধু পানাহার বর্জন করার নাম সিয়াম নয়। এর মূল টার্গেট হলো, আল্লাহর সব উপদেশ মানা। প্রতিটি কথাকে মানা। মানে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। উপবাসের সঙ্গে প্রতিটি অঙ্গই যেন সিয়াম পালন করে। মানে, যেসব জিনিস চোখের জন্য নিষেধ, কানের জন্য নিষেধ, কাজের জন্য নিষেধ সেসব থেকে দূরে থাকা।