হতাশা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর আহ্বান বার্সা কোচের
খারাপ সময় পেরিয়ে কিছুটা আলোর মুখ দেখেছিল বার্সেলোনা। কিন্তু নিজেদের লিগে পয়েন্ট টেবিলের তলানির দল কাদিসের সামনে এলোমেলো হয়ে গেল সব। আক্রমণ-বল দখল সবদিকে এগিয়ে থেকেও ফল নিজেদের পক্ষে আনতে পারল না তারা। কাদিসের কাছে হেরে হতাশায় ডুবল কাতালান ক্লাবটি। এমন হারের পরও দ্রুত হতাশা কাটিয়ে ওঠার আহ্বান জানালেন দলটির কোচ জাভি হার্নান্দেস।
নিজেদের মাঠে গতকাল সোমবার রাতে লা লিগার ম্যাচে কাদিসের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন লুকাস পেরেস।
এই হারের মাধ্যমে স্পেনের শীর্ষ লিগটিতে বার্সেলোনার ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল। টানা সাত জয়ের পর পয়েন্ট হারাল জাভির দল।
তবে হারের হতাশা পেছনে ফেলে সামনে আগাতে চান কোচ জাভি। তিনি বলেন, ‘তিন পয়েন্ট নেওয়ার জন্য যত সুযোগ প্রয়োজন, তার চেয়ে বেশিই পেয়েছিলাম আমরা। কিন্তু নিতে পারিনি।’
দ্রুত এই পরিস্থিতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে জাভি বলেন, ‘এখান থেকেই মাথা তুলে দাঁড়াতে হবে আমাদের এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের ফর্ম বদলে ফেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার মতো জায়গায় আমরা উঠে আসতে পেরেছি বটে, তবে এখান থেকে এগিয়ে যেতে হবে। এই সপ্তাহটি আমাদের জন্য ছিল খুব বাজে। তবে দ্রুতই আমাদের এই অবস্থা বদলে ফেলতে হবে।’
চলতি লিগে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।