সমঝোতায় এসেও ঢাকা কলেজের সামনে ফের সংঘর্ষ
ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সমঝোতায় এসে কিছুক্ষণ সংঘর্ষ বন্ধ থাকার পর ফের সংঘর্ষ শুরু হয়েছে। দ্বিতীয় দফায় প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ শেষে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো নিউ মার্কেট এলাকা।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিকেল সাড়ে ৪টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, ‘উভয়পক্ষের মধ্যে সমঝোতার পর বিকেল ৪টার দিকে সংঘর্ষ থেমেছিল। আমরা আশা করছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বিকেল সোয়া চারটার দিকে আবার সংঘর্ষ বেঁধে যায়। আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।'
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে নিউ মার্কেটের দোকানিদের মারধরকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষ শেষে ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।