ঢাকা কলেজের পাশে দাঁড়ালেন ইডেন কলেজের ছাত্রীরা
ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে মিছিল বের করেছেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। দুপুর দুটার দিকে তারা মিছিল বের করে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। তবে এসব শিক্ষার্থীদের বেশির ভাগই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
কথা কাটাকাটির জেরে সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। রাতে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। চলে ধাওয়া-পাল্টাধাওয়া। ককটেল বিস্ফোরণ হয়। ইটপাটকেল মারতে দেখা যায় উভয়পক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
এরই পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মঙ্গলবার ইডেন কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিউ মার্কেটের দুই নম্বর গেট থেকে ঘুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
এদিকে ছাত্রলীগ থেকে বলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সর্বদা তাদের পাশে থাকবে তারা। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল গভীর রাতে হাসপাতালে যান ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।