আবাহনীর স্বপ্ন ভঙ্গ, মূল পর্বে ভারতের মোহনবাগান
এএফসি কাপের বাছাই পর্বের প্লে-অফে স্বপ্ন ভঙ্গ হলো ঢাকা আবাহনী লিমিটেডের। ভারতের মোহনবাগানের সঙ্গে লড়াইয়ে হেরে গেল তারা। আজ মঙ্গলবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৩-১ গোলে হেরেছে।
এই হারে এএফসি কাপের মূল পর্বে উঠতে পারল না আবাহনী। অবশ্য মূল আসরে আগেই উঠেছে বাংলাদেশের আরেক দল বসুন্ধরা কিংস।
এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আবাহনী। ষষ্ঠ মিনিটে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস। ফাঁকায় পেয়ে প্লেসিং শটে বল জালে জড়াতে একটুও ভুল করেননি এই অস্ট্রেলীয় ফরোয়ার্ড।
উইলিয়ামসের গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহনবাগান। বাঁ পায়ের ভলিতে আবাহনী গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৬০ মিনিটে একটি গোল করে আবাহনী ব্যবধান কিছুটা কমালেও শেষ পর্যন্ত পারেনি। রাকিবের বাড়ানো বল ধরে কোনাকুণি শটে গোল করেন কলিনদ্রেস।
৮৫ মিনিটে উইলিয়ামস আবাহনী গোলরক্ষককে কাটিয়ে গোল করে শুধু নিজের হ্যাটট্রিক পূর্ণ করেননি, মোহনবাগানের বড় জয় নিশ্চিত করেন।
২০১৭ সালে এএফসি কাপের গ্রুপ পর্বে আবাহনী ও মোহনবাগান মুখোমুখি হয়েছিল। কলকাতায় প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল আবাহনী। পরে ঢাকায় দ্বিতীয় লেগে ১-১ ড্র করেছিল ঢাকার ফুটবলের অন্যতম সেরা দলটি।