অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর অনুমতি দিলেন ব্রিটিশ আদালত
উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। এর ফলে তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে অ্যাসাঞ্জের। ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে তিনি ভিডিও লিঙ্কে যুক্ত হন।
অ্যাসাঞ্জের আইনজীবী এই ঘটনা ‘সংক্ষিপ্ত কিন্তু মামলার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
আসাঞ্জের পক্ষে আইনজীবী মার্ক সামার্স কিউসি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি পাঠানো ছাড়া তার কাছে আর কোনও বিকল্প নেই। নতুন প্রমাণ হাজির করার সুযোগ অ্যাসাঞ্জের আইনজীবীদের ছিল না। কিন্তু নতুন অগ্রগতি আছে।
গত মাসে সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল খারিজ করে দেওয়ায় এই সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হলো। সাত মিনিটের শুনানি শেষে প্রত্যর্পণের আদেশ জারি করেন চিফ ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং।
ভিডিও লিঙ্কের মাধ্যমে বেলমার্শ কারাগার থেকে যুক্ত হওয়া অ্যাসাঞ্জের পরণে ছিল একটি জ্যাকেট ও টাই। গত মাসে স্টেলা মরিসকে কারাগারেই বিয়ে করেন তিনি। শুনানিতে শুধু নিজের নাম ও জন্মতারিখ নিশ্চিত করতে কথা বলেন তিনি।