মুস্তাফিজদের দলে করোনায় আক্রান্ত বাড়ছেই
এই কদিন আগে দিল্লি ক্যাপিটালসে করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। এর জন্য এক খেলোয়াড়কে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে। আইপিএলে মুস্তাফিজুর রহমানের দলে এবার আরও একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।
ক্রিকবাজের খবরে জানা গেছে, দিল্লির উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম শেফার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন দিল্লির মিচেল মার্শ। এ নিয়ে দলটির ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে এই ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ বাস যাত্রা এড়ানোর জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, প্রথমে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর শোনা যায়, দলটির এক বিদেশি ক্রিকেটার ও আরেকজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার আরও দুজনের করোনায় আক্রান্তের খবর আসে।