ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৮ জন নিহত : জেলেনস্কি
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন মাসের এক শিশুসহ আট জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ১৮ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ওডেসার কর্তৃপক্ষ বলছে, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দুটি সামরিক স্থাপনায় এবং আরও দুটি কিছু আবাসিক ভবনে আঘাত করে।
সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘নিহতদের মধ্যে তিন মাস বয়সি একটি মেয়েশিশুও ছিল। কীভাবে সে রাশিয়ার জন্য হুমকি ছিল? মনে হচ্ছে, শিশুহত্যা রুশ ফেডারেশনের একটি নতুন জাতীয় ধারণা।’
এ ছাড়া রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দায়ীদের সবাইকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমরা এ হামলার জন্য দায়ী সবাইকে চিহ্নিত করব। কেউ লুকিয়ে থাকতে পারবে না। আমাদের যত সময়ই লাগুক না কেন, এসব জারজেরা তাঁদের কারণে হওয়া প্রতিটি মৃত্যুর জন্য দায়ী থাকবে।’