পাল্টাপাল্টি অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
বরিশাল সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ করছেন সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে কাউন্সিলর বিপ্লব অভিযোগ অস্বীকার করেছেন।
জিয়াউর রহমান বিপ্লব বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেয়র সাদিক আব্দুল্লাহ এসব করাচ্ছেন।’ এদিকে পাল্টা হিসেবে কাউন্সিলর বিপ্লব তার অনুসারীদের নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।
আজ রোববার বিকেল ৩টা থেকে বিভাগীয় গণগ্রন্থাগারের সামনে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করে সড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু করেন সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে এর প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী কাউন্সিলর বিপ্লব, বাহার হোসেন ও হুমায়ুন কবীরসহ সিটি করপোরেশনের ১০ জন কাউন্সিলর ও তাদের অনুসারীরা।
সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের রোড ইন্সপেক্টর রাজীব হোসেন খান বলেন, ‘একটি ভবনের প্ল্যান চেক করতে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমাকে ফোন দিয়ে নানা কথা বলে হোসাইনিয়া মাদরাসায় ডেকে নেন। এরপর আটকে আমাকে মারধর করে। কেন আমি তাকে না বলে প্ল্যান চেক করতে গেছি তা জিজ্ঞেস করেন। খবর পেয়ে অন্যান্য স্টাফ এসে আমাকে উদ্ধার করে। বিক্ষুদ্ধ স্টাফরা এরপর কাউন্সিলর বিপ্লবের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে।’
কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ‘আমার ওয়ার্ডে একটা কাজ করতে আসবে সেটা আমিই জানি না। আমার সব স্টাফ নিয়ে গেছে মেয়র সাদিক আব্দুল্লাহ। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করেছি। আমার অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আমিও ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ জন কাউন্সিলর মিলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।’
নগরীর নথুল্লাবাদ থেকে রুপাতলীর যাত্রী সিহাবুল ইসলাম বলেন, ‘পারিবারিক কাজে রুপাতলী যাচ্ছিলাম। বিক্ষোভকারীরিরা অটোরিকশা ঘুরিয়ে দিলে চরম ভোগান্তিতে পড়তে হয়। জিয়া সড়কের সামনে থেকে রুপাতলী পর্যন্ত এখন হেটে যেতে হবে।’
ইউসুফ আলী নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা সুনামগঞ্জ যাবো চার জন। অনেক মালামাল রয়েছে। এখন মাথায় নিয়ে হাটা শুরু করেছি।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘দুই পক্ষ দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’