ঢাকা কলেজের হলে অভিযান, এক শিক্ষার্থী ডিবি হেফাজতে
নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনার জেরে কলেজের হলে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রোববার বিকেলে কলেজের আন্তর্জাতিক হলে অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এনটিভি অনলাইনকে বলেন, ডিবি পুলিশ ঢাকা কলেজে গিয়েছিল। শিক্ষকের উপস্থিতিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম জানা সম্ভব হয়নি। তবে কিছু সময় জিজ্ঞাবাদের পর ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা এইচ এম আজিমুল হক।
গত সোমবার মধ্যরাতে নিউমার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজের ছাত্ররা। এর জের ধরে পরদিন মঙ্গলবারও দিনভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষের মধ্যে আহত হয়ে মারা গেছেন দুজন। তাঁদের একজন একটি কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে হেলমেট অস্ত্রধারীদের হামলায় অংশ নিতে দেখা গেছে। এই অস্ত্রধারীদের কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে শনাক্ত করেছে।