আপনার জিজ্ঞাসা
যারা রোজা রাখে না, তাদের বাড়ি দাওয়াত গ্রহণ করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২২তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোহাম্মদ জাফর জানতে চেয়েছেন, যারা রোজা রাখে না, তাদের বাড়ি দাওয়াত গ্রহণ করা যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোনো রোজা রাখে না, কিন্তু ধুমধাম করে ঈদ পালন করে। আমার প্রশ্ন হলো, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি হয়তো জানেন না, যারা রোজা পালন করে না, তারাই বেশি ধুমধাম করে ঈদ পালন করে। কারণ, তারা তো জানেই না যে, রোজা একটা ইবাদত। ঈদও একটি ইবাদত। তাই তাদের ঈদ আর ইবাদত থাকে না। কারণ, তারা তো ঈদের প্রকৃত মানেই বোঝে না, প্রকৃত স্বাদটা পায় না। তাদের ঈদটা আল্লাহর আনুগত্যর মধ্যে থাকে না। তাদের ওপর আল্লাহর শাস্তির আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে আপনি যদি নিশ্চিত যে, তারা কোনো রোজাই পালন করে না, তাহলে তাদের বাসায় দাওয়াত না গ্রহণ করাই উত্তম। তবে যদি আপনি মনে করেন, যে কাছের আত্মীয়, না গেলে সম্পর্ক খারাপ হবে, তখন যেতে পারেন। আপনি যেতে পারবেন, সেটা জায়েজ। কিন্তু, জায়েজ আর উত্তমের মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। ঈমানদারেরা উত্তম পথই বেছে নেয়। উত্তম হচ্ছে অংশগ্রহণ না করা।