চ্যাম্পিয়ন হতে ইমরুলদের চাই ২৩০ রান
কদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা উঠেছে ইমরুল কায়েসের হাতে। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপাও ডাকছে ইমরুলকে। আজ মঙ্গলবার আবাহনী লিমিটেডকে হারাতে পারলেই ডিপিএলের চ্যাম্পিয়ন হবে ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা জিততে ইমরুলদের করতে হবে ২৩০ রান।
প্রিমিয়ার লিগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান করেছে আবাহনী লিমিটেড। এবার এই রান টপকাতে পারলেই চ্যাম্পিয়ন হবে ইমরুলরা।
ব্যাটিংয়ে নেমে আবাহনীর শুরুটা মোটেই ভালো হয়নি। স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। মাত্র ১৬ রান করে বিদায় নেন মোহাম্মদ নাঈম শেখ। এরপর ৪ রানে ফেরেন লিটন দাস আর নাজমুল হোসেন ফেরেন ৮ রানে।
এরপর কিছুটা লড়াই করেন তৌহিদ হৃদয়-আফিফ হোসেন। এই জুটিতেই কিছুটা আশা দেখে আবাহনী। তবে আফিফ ফিরলে সেই আশা মিলিয়ে যায়। ৪৪ বলে ২৯ রান করে আউট হন আফিফ। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতও ফিরে যান সাজঘরে। তবে তৌহিদ তুলে নেন হাফসেঞ্চুরি। ৫৩ রান করে সাজঘরে যান তিনি।
১৫৪ রানে ৬ উইকে হারিয়ে বিপদে পড়ে যায় আবাহনী। সেখান থেকে রক্ষা করে দলকে সম্মানজনক স্কোর এনে দেন মোহাম্মদ সাঈফউদ্দিন ও জাকের আলী। দুজনে মিলে গড়েন ৭৫ রানের জুটি। ৭০ বলে ৪৭ রান আসে জাকেরের ব্যাট থেকে। আর ৫টি ছয়ে ৩৩ বলে ৪৪ রান করেন সাইফ।
শেখ জামালের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি উইকেট নেন জিয়াউর রহমান। এ ছাড়া ১টি করে উইকেট নেন পারভেজ রসুল, সাইফ হাসান, সুমন খান ও সানজামুল ইসলাম।