রাজধানীর ফুটপাতে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। তার মধ্যে নিম্ন আয়ের মানুষ শেষ মুহূর্তে ভিড় জমিয়েছে ফুটপাতে। বিক্রেতারাও পার করছেন ব্যস্ত সময়। আজ বুধবার রাজধানীর গুলিস্তান, মতিঝিল, বায়তুল মোকাররম, মিরপুর, শনিরআখড়া, রাজধানী সুপার মার্কেট, সদরঘাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে দোকানিরা। আর ক্রেতারা দাম দর করে পছন্দের পোশাক কিনছেন।
রাজধানীর মতিঝিলে সুমন মিয়া নামের এক ক্রেতা এনটিভি অনলাইনকে বলেন, ঈদ আর কয়দিন পরেই। তাই শেষ মুহূর্তের কেনাকাটা করে নিচ্ছি। আগামীকাল রাতে বাড়ি যাব। বাড়িতে ছোট ছোট ভাতিজা-ভাতিজি ও ভাগ্নে-ভাগ্নি আছে। তাদের জন্য পোশাক কিনছি।
সুমন বলেন, বছরের একটা সময়ে সবাই আগ্রহে থাকে নতুন পোশাকের। কিন্তু আর্থিক সামর্থ্য কম হওয়ার কারণে ফুটপাত থেকে পোশাক কিনতে হয়।
রুহুল নামের আরেক ক্রেতা জানান, বেতন বোনাস হয়ে যাওয়ার কারণে শেষ মুহূর্তের কেনাকাটা করে নিচ্ছেন। ঢাকায় যারা ঈদ করবেন, তারা আরও সময় পাবেন। তিনি আরও বলেন, আজ ভোর রাতে সেহরি খেয়ে বাড়ির উদ্দেশে রওনা দিব। তাই বাড়ির সবার জন্য শেষ মুহূর্তের কেনাকাটা করে নিচ্ছি।
জব্বার আলী নামের এক বিক্রেতা বলেন, বেচা-বিক্রি ভালোই হচ্ছে। শেষ মুহূর্তে আমাদের কথা বলারও সময় হচ্ছে না। কাল ঢাকা ছেড়ে যাবেন ঢাকার বেশিরভাগ বাসিন্দা। তাই মানুষজন আজই শেষ মুহূর্তের কেনাকাটা করবেন। চাঁদরাত পর্যন্ত আমাদের ঈদের কেনাবেচা ভালোই হবে। আশা করি এবার গত দুই বছরের ক্ষতি পোষাতে পারবো।