শ্রীলঙ্কা জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ
শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্টন রক্সকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ খবরটি নিশ্চিত করেছে।
রক্স দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেট খেলেছেন। তিনি নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। ডাচ হাই পারফরম্যান্স সেন্টারের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। তিনি এর আগে কাউন্টির দল নটিংহামশায়ারের সহকারী ফিল্ডিং কোচ ছিলেন।
এ ছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। দেশটির ‘এ' দলের কোচ করা হয়েছে আবিষ্কা গুণবর্ধনেকে। সাবেক স্পিনার উপুল চন্দনাকে ফিল্ডিং কোচ করা হয়।
আর জেহান মুবারককে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং রুয়ান কালপেজকে উদীয়মান দলটির জন্য একই পদে নিয়োগ দেওয়া হয়।
রক্সের নিয়োগ ছাড়া অন্য সব নিয়োগ ১ মার্চ ২০২২ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।